ক্রমিক
|
সেবা সমূহ |
সেবা প্রাপ্তির স্থান |
সেবা গ্রহীতা |
সেবা প্রাপ্তির সময়সীমা |
প্রতিকার বিধানে নিয়োজিত কর্মকর্তা |
১
|
পল্লী সমাজ সেবার কার্যক্রমের আওতায় সুদ মুক্ত ঋণ প্রদান |
সালুয়া ইউনিয়ন পরিষদ |
পল্লী এলাকার দুস্থ ও দরিদ্র জনগোষ্ঠী |
চলমান কার্যক্রম |
উপজেলা সমাজ সেবা অফিসার, ইউনিয়ন সমাজ কর্মী,কারিগরী প্রশিক্ষক |
২ |
এসিড দগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধীদের পুর্নবাসন কার্যক্রম |
সালূয়া ইউনিয়ন পরিষদ |
এসিড দগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি |
চলমান কার্যক্রম |
উপজেলা সমাজ সেবা অফিসার, ইউনিয়ন সমাজ কর্মী,কারিগরী প্রশিক্ষক |
৩ |
আর্থ-সামাজিক ও দক্ষতা উন্নয়ণ প্রশিক্ষণ |
লক্ষভুক্ত গ্রাম |
লক্ষভুক্ত পরিবারের সদস্য |
চলমান কার্যক্রম |
উপজেলা সমাজ সেবা অফিসার, ইউনিয়ন সমাজ কর্মী,কারিগরী প্রশিক্ষক |
৪ |
আশ্রয়ন/আবাসন কার্যক্রম |
নির্ধারিত আশ্রয়ণ/ আবাসন কেন্দ্র |
নির্ধারিত আশ্রয়ণ/ আবাসন কেন্দ্রের সমিতির সদস্য |
চলমান কার্যক্রম |
উপজেলা সমাজ সেবা অফিসার, ইউনিয়ন সমাজ কর্মী,কারিগরী প্রশিক্ষক |
৫ |
বয়স্ক ভাতা |
সালূয়া ইউনিয়ন পরিষদ |
৬৫ বৎসর ও তদুর্ধ দুঃস্থ এবং অস্বচ্ছল পুরুষ ও মহিলা |
তিন মাস পর পর |
উপজেলা সমাজ সেবা অফিসার, ইউনিয়ন সমাজ কর্মী,কারিগরী প্রশিক্ষক |
৬ |
অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা |
সালূয়া ইউনিয়ন পরিষদ |
৩০ বৎসরের উর্ধে সকল ধরণের অস্বচ্ছল প্রতিবন্ধী পুরুষ ও মহিলা |
তিন মাস পর পর |
উপজেলা সমাজ সেবা অফিসার, ইউনিয়ন সমাজ কর্মী,কারিগরী প্রশিক্ষক |
৭ |
প্রতিবন্ধীদের পরিচয়পত্র প্রদান |
উপজেলা সমাজসেবা অফিস |
সকল ধরণের প্রতিবন্ধী ব্যক্তি |
চলমান কার্যক্রম |
উপজেলা সমাজসেবা অফিসার |
৮ |
প্রতিবন্ধী ছাত্র/ছাত্রীদের শিক্ষা উপবৃত্তি |
উপজেলা সমাজসেবা অফিস |
বিদ্যালয়ে অধ্যয়নরত সকল স্থরের প্রতিবন্ধী শিক্ষার্থী |
তিন মাস পর পর |
উপজেলা সমাজ সেবা অফিসার, ইউনিয়ন সমাজ কর্মী,কারিগরী প্রশিক্ষক |
৯ |
মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কার্যক্রম |
সালুয়া ইউনিয়ন পরিষদ |
অস্বচ্ছল মুক্তিযোদ্ধা |
তিন মাস পর পর |
উপজেলা সমাজসেবা অফিসার |
১০ |
স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা নিবন্ধন ও তত্বাবধান |
উপজেলা সমাজ সেবা অফিস |
স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণমূলক কার্যক্রমে আগ্রহী সংগঠন,প্রতিষ্ঠান, ক্লাব,সংস্থা,সমিতি ইত্যাদি |
চলমান কার্যক্রম |
উপজেলা সমাজসেবা অফিসার |
ইউনিয়ন সমাজ সেবা অফিস ইউনিয়নের বিভিন্ন সমাজ সেবা মূলক কাজ করে থাকে। এ অফিসটি উপজেলা সমাজ সেবা অফিসে অবস্থিত।
প্রথম ধাপ সরকারের বরাদ্দ ঘোষণা দুঃস্থ ও বয়ষ্ক মানুষদের আর্থিক ভাবে সহায়তা করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় হতে জেলা ভিত্তিক অর্থ বরাদ্দ দেয়া হয়। উপজেলা সমাজ সেবা অফিস হতে উপ বরাদ্দ পত্রের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে বিষয়টি অবহিত করা হয়। এই পত্রের মাধ্যমে কতজনকে বয়ষ্ক ভাতা দেয়া হবে তা উল্লেখ থাকে। |
|
দ্বিতীয় ধাপ দুঃস্থ মানুষদের তালিকা প্রস্তুত উপ বরাদ্দের চিঠি পাওয়ার পর চেয়ারম্যান মহোদয় এ বিষয়ে একটি বিশেষ সভা আহবান করেন। সভায় জনপ্রতিনিধিদের কোটা নির্ধারন করা হয়। নির্ধারিত কোটা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে জনপ্রতিনিধিগনকে তাদের নিজ নিজ এলাকার বয়ষ্ক ভাতা, বিধবা পাওয়ার উপযোগী মানুষের তালিকা দিতে বলা হয়। জনপ্রতিনিধিগন তাদের নিজ নিজ এলাকার এরকম মানুষদের চিহ্নিত ও তালিকা প্রস্তুত করে নির্ধারিত দিনের মধ্যে ডেসপাসে জমা দেন। |
|
তৃতীয় ধাপ তালিকা চুড়ান্তকরণ সম্পুর্ণ তালিকা পাওয়ার পর প্রতিটি ওয়ার্ড কমিটির সভা আহবান করা হয়। সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরকে সভাপতি করে ৫ / ৭ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠিত হয়। সভায় যাঁচাই- বাছাই সম্পন্ন হওয়ার পর তালিকা চুড়ান্ত করা হয়। এরপর, তালিকাটি উপজেলা সমাজ সেবা অফিসে পাঠিয়ে দেয়া হয়। |
ইউনিয়ন সমাজ সেবা অফিস ইউনিয়নের বিভিন্ন সমাজ সেবা মূলক কাজ করে থাকে। এ অফিসটি উপজেলা সমাজ সেবা অফিসে অবস্থিত।
১. বয়স্ক ভাতা
২. বিধবা ভাতা ও স্বামী পরিত্যাক্ত ভাতা
৩. মুক্তিযোদ্ধা ভাতা
৪. প্রতিবন্ধি ভাতা
৫. সমাজসেবা মূলক নিবন্ধন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস