১৮১৭সালে সাবেক ত্রিপুরা জেলা বর্তমান বি বাড়ীয়া জেলা নবীনগর থানার বীরগাওয়ের মরহুম এলেম খার তিন ছেলে কাবিল খা, জালাল মাহমুব খা ও কলিম খা সর্ব প্রথম খয়েরপুর আসেন। তৎকালিন জমিদার আব্দুর রশিদ চৌধুরীর আশ্রয়ে আনোয়ারপুর গ্রামে বসবাস শুরু করেন। ২বছর পর আনোয়ারপুর গ্রাম নদী গর্ভে বিলীন হলে নতুন বসবাসের জন্য আনোয়ারপুরের আনুমানিক ৪কিমি দক্ষিনে গভীর জঙ্গলে জমিদার সাহেব পাঠান, জঙ্গল সাফ করার পর জমিদার সাহেব এখানে বসবাসের জন্য স্থায়ী ভাবে তালুক প্রদান করে এবং জমিদার আব্দুর রশিদ চৌধুরীর পিতা আব্দুল্লা এর নামানুসারে এই জায়গার নাম করন করা হয় "আব্দুল্লাপুর" । পরবর্তী সময়ে ব্রিটিশ সরকার সাধারন জনগনকে সেবা প্রদানের লক্ষে ইউনিয়ন গঠন করার জন্য জমিদারদের স্মরনাপন্ন হয়। তৎকালীন জমিদার এবং আবুল্লাপুরের তালুকদার আলী আহাম্মদ খার মত বিরোধের জের হিসাবে ইউনিয়নের নাম যৌথ করা হয় এবং প্রজ্ঞাপন জারী জরে জমিদার এবং তালুকদারের সম্মতি ক্রমে ইউনিয়নের নাম করন করা হয় "খয়েরপুর আব্দুল্লাপুর" সুত্রঃ ময়মনসিংহ লোক সাহিত্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস